কে ছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী | Who was Delwar Hossain Sayeedi | Biography | Information |

কে ছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী | Who was Delwar Hossain Sayeedi | Biography | Information |

Delwar Hossain Sayeedi is an Islamic speaker and politician who served as a Member of the Parliament of Bangladesh from 1996 to 2008.

Early life
Sayeedi was born in a village located in Indurkani, Pirojpur (Barisal Division of present-day Bangladesh). His father Yusuf Sayedee was an Islamic orator. Allama Sayeedi received his first primary religious education at his local village madrassa, which was built by his father.Sayeedi attended the Sarsina Alia Madrasah in 1962, followed by the Khulna Alia Madrasah.Sayeedi started a business in a local village market after completing his religious studies.

Having gained recognition, he was elected as a member of parliament for constituency Pirojpur-1 in the 1996 and 2001 national elections of Bangladesh

Sayeedi is fluent in Bengali, Urdu and Arabic.

Allama Delwar Hossain Sayeedi
Bangladeshi Islamic lecturer, politician and Ex. Member of Parliament
Sayedee Saheb

দেলাওয়ার হোসাইন সাঈদী
বাংলাদেশী ইসলামী বক্তা,
রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য
সাঈদী সাহেব
তিনি তার বাবার প্রতিষ্ঠিত স্থানীয় একটি মাদ্রাসায় তার প্রাথমিক ধর্মীয় শিক্ষা অর্জন করেন।

তিনি ১৯৬২ সালে ছারছিনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন ও পরবর্তিতে খুলনা আলিয়া মাদ্রাসায় স্থানান্তরিত হন। ধর্মীয় শিক্ষা গ্রহণের পর সাঈদী স্থানীয় গ্রামে ব্যবসা শুরু করেন। তিনি মুসলমান আলেম বা মওলানা হিসেবে পরিচিতি লাভ করেন।

দেলাওয়ার হোসেন সাঈদীর স্ত্রীর নাম শেখ সালেহা বেগম। এই দম্পতীর চার সন্তান— রাফিক বিন সাঈদী, শামীম সাঈদী, মাসঊদ সাঈদী ও নাসিম সাঈদী।

দেলাওয়ার হোসেন সাঈদী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন ১৯৭৯ সালে। তিনি ১৯৮২ সালে জামায়াতের রুকন ও ১৯৮৯ সালে মজলিশে শূরা সদস্য হন। ১৯৯৬ সালে জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য হন। তিনি ২০০৯ সাল থেকে আমৃত্যু বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৮০’র দশকের প্রথমদিকে সাঈদী সাড়াদেশব্যাপী ইসলামী ওয়াজ-মাহফিল ও তাফসির করা শুরু করেন এবং তার সুন্দর বক্তব্য দানের ক্ষমতার জন্য দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন।

১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে অংশ নিয়ে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনী জোট গঠন করে এবং তিনি এই নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

দেলাওয়ার হোসাইন সাঈদী ২০২৩ সালের ১৪ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে ৮৩ বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন।

#delwarhossainsayeedi #delwarhossainsaidi #opentschool #biography